দেশ ও মানুষের জন্য ভালো কাজ করতে হলে পড়ালেখার বিকল্প নেই

এতিমখানায় খাদ্য বিতরণপূর্ব সমাবেশে লায়ন ইমরান | রবিবার , ১১ জুন, ২০২৩ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সোনামণি শিশু কিশোররাই আগামীর কাণ্ডারি। দেশ ও মানুষের জন্য ভালোকাজ করতে হলে পড়ালেখার বিকল্প নেই। চট্টগ্রামের আকবরশাহ থানাধীন পাহাড়তলী মদীনাতুল উলুম মাদরাসা ও এতিমখানার ছাত্রদের মাঝে সুষম খাবার বিতরণকালে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান এ আহ্বান জানান। মদীনাতুল উলুম ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান ছাত্রদের উদ্দেশ্যে বলেন, মানুষ মানুষের জন্য। তোমরা আজ ছোট। কিন্তু, আগামীকাল তোমরাই এই দেশ, এই বিশ্বচরাচরে নেতৃত্ব দেবে। তোমরাই ইসলামের সর্বোচ্চ খেদমত করবে, ইনশাআল্লাহ্‌। সুন্দরভাবে দেশ, বিশ্ব ও ইসলামের জন্য কাজ করতে হলে জ্ঞানার্জন করতে হবে, বেশি বেশি পড়াশোনা করতে হবে। ভাষায়, বিশেষতঃ ইংরেজিতেও দক্ষতা অর্জন করতে হবে।

গতকাল শনিবার এতিমখানা ও মাদ্রাসার প্রায় ৩ শত ছাত্রের জন্য লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান তাঁর ব্যক্তিগত তহবিল থেকে উচ্চমানের সুষম খাবারের ব্যবস্থা করেন। তিনি এতিম ছাত্রদের সাথে যোহরের নামাজ আদায় করেন এবং একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন মাদরাসার প্রিন্সিপাল ও এতিমখানার পরিচালক হাফেজ মাওলানা আব্দুল হামিদ, হাফেজ মাওলানা ফজলে এলাহি, মাওলানা আব্দুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: বাদশা, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আবু সুফিয়ান, সংগঠক ইয়াছিন ভুইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঝড় বৃষ্টি উপেক্ষা করে তারুণ্যের সমাবেশ সফল করবে তরুণ সমাজ
পরবর্তী নিবন্ধরাউজান স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের কার্যকরী কমিটি গঠন