দেশ ও মানবতার সেবায় সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে

লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় এম এ মালেক

| রবিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

দেশের তরে, মানবতার সেবায় সবাইকে এক হয়ে কাজ করে যেতে হবে। ঘরের অতিরিক্ত বাতি কিংবা ফ্যান বন্ধ করে দেয়ার মতো ক্ষুদ্রাতিক্ষুদ্র বিষয়ে নজর রাখতে পারলে দেশের উপকার হবে, গণমানুষের কাজে লাগবে। লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের বোর্ড সভায় লায়ন এম এ মালেক উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল শনিবার অনুষ্ঠিত লায়ন্স ক্লাব অব চিটাগংয়ের পরিচালনা পর্ষদের সভাটি ছিল প্রাণবন্ত ও অর্থবহ। লায়ন্স সার্ভিস কমপ্লেক্সে ক্লাবের সভাপতি লায়ন এম সোহেল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি, লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন গভর্নর লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন কামরুন মালেক, সিনিয়র গভর্নর এডভাইজার লায়ন নুরুল আলম, রিজিয়ন চেয়ারপার্সন (হেডকোয়ার্টার) লায়ন তপন কান্তি দত্ত, লায়ন রাজিব সিনহা, লায়ন মোহাম্মদ ইসমাইল চৌধুরী, কনসার্ন রিজিয়ন চেয়ারপার্সন ও লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোসলেহউদ্দিন খান এমদাদ, লায়ন গোপালকৃষ্ণ লালা, লায়ন
ডা. মেসবাহউদ্দিন তুহিন, ডিস্ট্রিক্ট লিও ইয়্যুথ ক্যাম্প ও এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নিশাত ইমরান, কনসার্ন জোন চেয়ারপার্সন ও ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন আবু নাসের রনি, সদ্যপ্রাক্তন সভাপতি লায়ন আবদুর রব শাহীন, ক্লাবের প্রথম সহসভাপতি লায়ন আবিদা মোস্তফা, দ্বিতীয় সহসভাপতি লায়ন বাবুল কান্তি লালা, তৃতীয় সহসভাপতি লায়ন রেবেকা নাসরিন, সেক্রেটারি লায়ন নাজমুল শাকের, জয়েন্ট সেক্রেটারি লায়ন ইসমাইল চৌধুরী, ট্রেজারার লায়ন নূর আকতার জাহান, জয়েন্ট ট্রেজারার লায়ন মোহাম্মদ আইয়ূব, ক্লাব ডিরেক্টর লায়ন মহাদেব ঘোষ, লায়ন চৌধুরী মৃদুল বড়ুয়া, লায়ন লিটন কান্তি দত্ত, লায়ন মিলন কান্তি চৌধুরী, লায়ন কিশওয়ার জাহান, লায়ন রওশন রেজা, লিও ক্লাব অব চিটাগং এরিস্টোক্রেসী কেমব্রিয়ানের সভাপতি লিও নাজমুল হাসান আলেপ, লিও ক্লাব অব চিটাগংয়ের সেক্রেটারি লিও মিনহাজুর রহমান শিহাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকুবের হচ্ছেন মিশু ‘কপিলা’ মাহি
পরবর্তী নিবন্ধপ্রতিটি জলাশয়ে মাছ উৎপাদন নিশ্চিত করতে হবে