দেশ ও জাতির কল্যাণে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মতিউর রহমান

| সোমবার , ২০ ডিসেম্বর, ২০২১ at ৬:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সাধারণ সভা, স্মরণীকা প্রকাশ, সম্মাননা স্মারক, মেধাবৃত্তি প্রদান ও র‌্যাফেল ড্র-২০২১ গত শনিবার বিকাল ৪টায় নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মতিউর রহমান। সমিতির সভাপতি রফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি সমিতির কর্মকাণ্ডের ভুয়সী প্রশংসা করেন। ভবিষ্যতে আরো বেশি মানবতার কল্যাণে কাজ করার জন্য সমিতি এবং বিত্তবানদের প্রতি তিনি আহ্বান জানান।
মেধাবী শিক্ষার্থীদের আগামীর বাংলাদেশ উল্লেখ্য করে, দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে শিক্ষাজীবন শেষ করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ থাকার আহ্বান জানান তিনি। সভায় বিভিন্ন পেশায় অবদানের জন্য ১২ জনকে স্মারক সম্মাননা প্রদান ও ৫৫ জন এস.এস.সি ও এইচ.এস.সির মেধাবী ছাত্রছাত্রীকে মেধাবৃত্তি প্রদান করা হয়। সভায় বক্তব্য রাখেন গোলাম মহিউদ্দিন বাবুল, ক্যাপ্টেন শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুর রব পিপিএম বার, আওয়াল হোসেন পাটোয়ারী, সুভাষ চন্দ্র ধর, এডভোকেট আহসান উল্ল্যাহ, কাজী নাজিমুল ইসলাম, জহিরুল হক, এনায়েত উল্লাহ, এডভোকেট মজিবুর রহমান, এ.বি.এম মোশারফ হোসেন মজুমদার, ইউসুফ মজুমদার মানিক, শাহ আলম ভূঁইয়া, সাত্তার ভূঁইয়া, ফজলুল রহমান স্বপন, আবুল হোসেন আবু, শাহ আলম, রুহুল আমিন, মো. সাদেক, হুমায়ুন কবির ডালিম, ইমাম উদ্দিন ভূঁইয়া, কাজী জহিরুল ইসলাম, নুরুল আলম ভূঁইয়া, জাফর উল্ল্যাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আবদুর শহীদ, জানে আলম কুসুম চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন মোস্তফা কামাল, আবুল কালাম আজাদ, নাদেরুজ্জামান, মোস্তাফা কামাল তালুকদার, জসীম আহমেদ, হুমায়ুন কবীর, মো. ইউসুফ, মো. ওয়ালি উল্ল্যাহ, মোস্তাফিজুর রহমান, নাছিবুল হাসান, জয়নাল আবেদীন দুলাল, রেজাউল করিম, আবদুর রহিম, সাহাদাত হোসেন, মোশারফ হোসেন, অজি উল্লাহ রবিন, এডভোকেট ইউসুফ আলী প্রমুখ। সভার শেষে মেজবান, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার প্রতিষ্ঠানকে আয় করে ব্যয় করতে হবে : মন্ত্রী
পরবর্তী নিবন্ধডেল্টার চেয়ে ওমিক্রম কম ক্ষতিকারক কিনা প্রমাণ নেই