কবিতা, গান আর কথামালার মধ্য দিয়ে শেষ হলো দেশে প্রথমবারের মত আয়োজিত ‘অনলাইন বাংলা বইমেলা’। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, দেশ ও জাতিকে এগিয়ে হলে জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করতে হবে। সবাইকে বইমুখী হতে হবে। সংগঠক, লেখক সমীরণ কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে কবি অধ্যাপক আবুল মোমেনের শুভেচ্ছা বক্তব্য পাঠ করে শোনানো হয়। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন অনলাইন বাংলা বইমেলার প্রধান উদ্যোক্তা কবি ও সাংবাদিক রাশেদ রউফ। আলোচক ছিলেন কলামিস্ট মুহাম্মদ মুসা খান, প্রাবন্ধিক রূপক কুমার রক্ষিত, গীতিকার জসিম উদ্দিন খান, সংগঠক জাহাঙ্গীর মিঞা, লেখক নোমান লিটন।
বিশিষ্ট আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন শিশুসাহিত্যিক জসীম মেহবুব, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, নারীনেত্রী সৈয়দা রিফাত আক্তার নিশু, কবি সৈয়দা সেলিমা আক্তার, লেখক রশিদ এনাম, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, চম্পা চক্রবর্তী, ডা. কল্যাণ বড়ুয়া, লেখক কায়কোবাদ চৌধুরী, কবি শামীম ফাতেমা মুন্নী, প্রাবন্ধিক এস এম মোখলেসুর রহমান, বারেক উল্লাহ, রত্মা বনিক, সালাম সৌরভ, শিপ্রা দাশ, নাসিমা শওকত, লিপি চৌধুরী, নান্টু বড়ুয়া, গোফরান উদ্দীন টিটু, রাসু বড়ুয়া, ইসমাইল জসীম, শিউলী নাথ, মনজুর আহমেদ, তারিফা হয়দার, মিলন বনিক, রেজাউল করিম স্বপন, সুরভী কান্তা, এস এম আব্দুল আজিজ, অরুণ শীল, নেছার আহমেদ, শেখ মোহাম্মদ ফয়সাল মনি, শর্মিলা চৌধুরী, ফারজানা রহমান শিমু, মুহাম্মদ মহসীন চৌধুরী, আজিজ রাহমান, মিনহাজুল ইসলাম মাসুম, মৃণালিনী চক্রবর্তী, হামিমা জামিল রুমা, উৎপল কান্তি বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য, তসলিম খাঁ, জায়তুন্নেসা জেবু, আরিফ রায়হান, আয়মান রউফ, এস দিদার, মর্জিনা হক চৌধুরী, আজিজা রূপা, পপি, সুপ্রতীম বড়ুয়া, সাকিব, সাইকা, আবদুল্লাহ আল মামুন, আবুল কালাম বেলাল, এম কামাল উদ্দিন, আবদুল্লাহ আল ফয়সাল, সজল দাশ, নাজিরা প্রমুখ।












