দেশ ও ইউনিয়নবাসীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি : নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২৩ মে, ২০২৫ at ৬:৪০ পূর্বাহ্ণ

‌দেশ ও ইউনিয়নবাসীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি’- লোহাগাড়া উপজেলাধীন চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ সৈয়দ হোসেন এ কথা বলেন।

বৃহস্পতিবার (২২ মে) জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত এক আদেশে চরম্বা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ হোসেনসহ ৬ ইউনিয়নের ৬ জন ইউপি সদস্যকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়।

জেলা প্রশাসক স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারামতে ১০১, ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় কর্তৃক পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য সৈয়দ হোসেনসহ ৬ ইউনিয়নের ৬ জনকে প্যানেল চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করা হল। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

ইউপি সদস্য সৈয়দ হোসেনকে চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়ায় নিজ এলাকা আতিয়ার পাড়াসহ সমগ্র চরম্বা ইউনিয়নবাসী সকল শ্রেণি পেশার মানুষ সন্তুষ্টি প্রকাশ করেছেন, তাৎক্ষণিক পরিষদের অন্যান্ন নারী পুরুষ সদস্যসহ ঐ ওয়ার্ডের সকল শ্রেণির মানুষ তাঁকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন।

চরম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোহাম্মদ সৈয়দ হোসেন বলেন, আমি সর্ব প্রথম ২০১৬ সালে বিপুল ভোটে ইউপি সদস্য নির্বাচিত হই, তখন থেকে রাত বিরাতে এরাকার উন্নয়নের, বিপদাপদে মানুষের পাশে থেকেছি, তাদেরকে যথাসম্ভব সহযোগিতা করার চেষ্টা করেছি যে কারণে এলাকার মানুষ আমার উপর সন্তুষ্ট হয়ে দ্বিতীয়বারের মত আবারও তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন।

নতুন দায়িত্ব পেয়ে তিনি আরো বলেন, সরকারিভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনায় যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। তিনি আরও বলেন আমি দেশ ও ইউনিয়নবাসীর সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। নতুন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সরকারি সকল দপ্তরসহ ইউনিয়নবাসি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছেন দায়িত্বপ্রাপ্ত এই প্যানেল চেয়ারম্যান।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়ি ঢলে ভেঙে গেল ধোপাছড়ি খালের সেতু
পরবর্তী নিবন্ধসাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ