দেশ আমার আপনার সকলের

জিল্লুর রহমান | বৃহস্পতিবার , ১১ আগস্ট, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ধনী গরীব কোন দেশই মুল্যস্ফিতী নিয়ন্ত্রণ করতে পারছে না যারই প্রেক্ষিতে ধনী দেশগুলো ব্যাংক সুদের হার বৃদ্ধি করে সমন্বয় করার চেষ্টা করছে অন্যদিকে জ্বালানি তেলে মুল্যও কমানোর উদ্যোগ নিয়েছে তবে আমাদের দেশে কম বৃষ্টি, বন্যা, সার এবং ডিজেলের দাম বৃদ্ধির কারণে বুরো চাষে যে খরচ পড়বে তা আগামীতে মূল্যস্ফীতি অনেকাংশেই বাড়িয়ে দিবে সেইসাথে অনেক কৃষক চাষাবাধ থেকে বিরত থাকবে। এমন যদি হয় তবে ব্যাংক সুদ বাড়ানো এবং কৃষকদের বিশেষ প্রনোদনার আওতায় আনা অত্যন্ত জরুরী। আমাদের এই পরিস্থিতি বিশ্বের অন্যদেশের মতই যা পৃথিবীর ছোটবড় সব দেশের তবে সময়ে সঠিক পদক্ষেপ হয়ত আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে যেমন গার্মেন্টস এবং কৃষি শিল্পের দিকে বিশেষ নজর দেয়া সেইসাথে ব্যাংক খাতের অব্যবস্থাপনা এবং দুর্নীতির সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা, কালো টাকা ফেরতে বাধ্য করা, ব্যাংকের আমানত সুদ মূল্যস্ফীতির হারের বেশী বৃদ্ধি করা। দেশ আমার আপনার সকলের তাই দেশ নিয়ে গুজব নয় কিন্ত সঠিক পদক্ষেপ আশাকরি। বিদ্যুৎ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস ব্যাবহারে সাশ্রয়ী হয়ে সকলেই দেশের অর্থনীতির চাকা সচল রাখতে ক্ষুদ্র ক্ষুদ্র হলেও ভুমিকা রাখব এটাই সকলের জন্যই মঙ্গল।

পূর্ববর্তী নিবন্ধনিত্য
পরবর্তী নিবন্ধচারিদিকে শুধু বিচ্ছেদ আর বিচ্ছেদের গল্প