দেশে ‘অশান্ত পরিবেশ’ সৃষ্টি করতে আওয়ামী লীগের লোকজন বিদেশ থেকে অর্থ পাঠাচ্ছেন বলে মন্তব্য করেছেন অলি আহমদ। গতকাল রোববার বিকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের এক আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান এ মন্তব্য করেন। খবর বিডিনিউজের।
অলি আহমদ বলেন, ‘বাংলাদেশকে অশান্ত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে টাকা আসছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা, আওয়ামী লীগের বড় বড় নেতা, আওয়ামী লীগের নানা শ্রেণির সুবিধাভোগী লোকজন, যারা অর্থ লুণ্ঠন করেছেন; পাচার করেছেন, তারা এখন বিভিন্ন দেশে আছেন। ওরা প্রত্যেকে নীল নকশা নিয়ে কাজ করছে। তারা প্রত্যেকে হাসিনার কাছে (টাকা) পাঠাচ্ছেন। আমার কাছে তথ্য আছে; আমি এটা আন্দাজে বলছি না।’
অলি আহমদ বলেন, ‘আমি অন্তবর্তী সরকারকে বলব, জনগণকে বলব, পতিত ফ্যাসিস্টদের ব্যাপারে সর্তক থাকুন, সজাগ থাকুন। ওরা যেন কোনোভাবে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, দেশে অরাজগ তৈরি করতে না পারে। ওদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।’ এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা করা হয়।












