দেশে ৭ মাসের সর্বনিম্ন মৃত্যু ১২

| শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৭:১৪ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে, যা গত প্রায় সাত মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে সর্বশেষ ১৭ মার্চ এর চেয়ে কম মৃত্যুর খবর এসেছিল। সেদিন ১১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। খবর বিডিনিউজের।
তারপর থেকে দৈনিক মৃত্যু ক্রমেই বাড়তে থাকে। করোনাভাইরাসের ডেল্টা ধরনের দাপটের মধ্যে জুলাই মাসে দৈনিক মৃত্যু দুইশর ঘর ছাড়িয়ে যায়। গত কিছুদিন ধরে সংক্রমণের হার কমার সঙ্গে সঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যাও কমছে। গত এক দিনে মারা যাওয়া ১২ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হল ২৭ হাজার ৬৪৭ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সোয়া ২২ হাজার নমুনা পরীক্ষা করে দেশে আরও ৬৬৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়াচ্ছে ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে। গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ হয়েছে, যা আগের দিন ২ দশমিক ৮৮ শতাংশ ছিল। শুধু ঢাকা বিভাগেই ৩৮৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের অর্ধেকের বেশি। আর যে ১২ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৫ জনই ছিলেন চট্টগ্রাম বিভাগের।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে পুলিশের কার-সিএনজি পিকআপের সংঘর্ষ, আহত ৭
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৩৬ মৃত্যু ১