বাংলাদেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১১৫২ জন ভর্তি হয়েছেন বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুনদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩৮ জনে।
বাংলাদেশে এর আগে ২০২৩ সালে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। এছাড়া ২০১৯ সালে ১ লাখ ১ হাজার ৩৫৪ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন এবং ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয় ডেঙ্গু আক্রান্ত হয়ে। সে হিসাবে এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা এ যাবতকালে চতুর্থ সর্বোচ্চ। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের। এতে এ বছর ডেঙ্গুতে ১৬৩ জনের মৃত্যু হলো। গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪৯ জন। ঢাকা বিভাগে ২০৯ জন, ময়মনসিংহে ২৭ জন, চট্টগ্রামে ২৩৩ জন, খুলনায় ৮৬ জন, রাজশাহী বিভাগে ৪০ জন, রংপুর বিভাগে ৩৮ জন এবং বরিশাল বিভাগে ৭০ জন রোগী ভর্তি হয়েছে। সিলেট বিভাগে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হয়নি।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৪৬২ জন রোগী। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১৭৫৯ জন রোগী।
ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭০৩ জন। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ১৭ হাজার ৪৩০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছে ১৩ হাজার ৫০৮ জন। এ বছর চলতি সেপ্টেম্বর মাসে বছরের আগের যে কোনো মাসের চেয়ে দ্বিগুণের বেশি রোগী ভর্তি হয়েছে। এ সময় মৃত্যুও হয়েছে বেশি। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশে ১৮ হাজার ৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ৮০ জনের।