দেশে ৫ থেকে ১২ বছর বয়সীরা পাবে ফাইজারের টিকা

| মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

দেশে ১২ বছরের কম বয়সীদেরও কোভিড টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার, আর তাদের দেওয়া হবে ফাইজারের টিকা। ৫ থেকে ১২ বছর বয়সী এই শিশুদের টিকা নিতে জন্ম নিবন্ধন সনদের নম্বর দিয়ে সুরক্ষা অ্যাপে গিয়ে নিবন্ধন করতে হবে। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক এবং ন্যাশনাল ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা গতকাল সোমবার কম বয়সী শিশুদেরও টিকাদানের পরিকল্পনা নেওয়ার কথা বলেন।

দেশে করোনাভাইরাস সংক্রমণ আবার বেড়ে যাওয়ার মধ্যে ক্ষুদেদেরও টিকার আওতায় আনতে যাচ্ছে সরকার। তবে কবে নাগাদ এই টিকা দেওয়া হবে, তা এখনও অনিশ্চিত।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, আমরা এখনও তারিখ নির্ধারণ করি নাই। আমাদের কাছে শিশুদের জন্য তৈরি ফাইজারের এসে পৌঁছায়নি। টিকা ছাড়াও শিশুদের টিকা দেওয়ার উপযোগী করে তৈরি করা পয়েন্ট টু এমএলের সিরিঞ্জ লাগবে। এসব সরঞ্জাম যখন আসবে তখন আমরা তারিখ নির্ধারণ করব।

পূর্ববর্তী নিবন্ধমাথায় গুলি নিয়ে কাতরাচ্ছে ১৬ মাসের শিশুটি
পরবর্তী নিবন্ধদ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের পথে ওয়াসফিয়া