দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৪৫৭

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ২০ মে, ২০২১ at ৪:২৬ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ২৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৫৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

পূর্ববর্তী নিবন্ধরাউজান থেকে ঔষধ যাচ্ছে ইসরাইলী হামলায় আহত ফিলিস্তিনিদের জন্য
পরবর্তী নিবন্ধমাদক ব্যবসায়ী জাহিদ-খোকন গ্রেফতার