দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু

| বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৬:৪২ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১ জন রোগী। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বুধবার ২৪ ঘণ্টায় যে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। গত একদিনে আক্রান্ত নতুন রোগীদের মধ্যে ১২ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। খবর বিডিনিউজের।

এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৩ জন, বরিশাল বিভাগে ৫ জন এবং খুলনা বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৫ জনে। এর মধ্যে মারা গেছেন ৩২ জন। দেশের বিভিন্ন হাসপাতালে বুধবার সকাল পর্যন্ত ১৩৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন।

তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৪ জন, ঢাকার বাইরে ছিলেন ৭২ জন। চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসের প্রথম ১২ দিনে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে পাঁচজনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

পূর্ববর্তী নিবন্ধআরও ৫১ জনকে বিএনপির বহিষ্কার, মোট ১৯৯
পরবর্তী নিবন্ধমীরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীরকে কেন্দ্রের শোকজ