‘দেশে সু-শাসন নিশ্চিত করতে নৈতিকতার বিকল্প নেই’

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২২ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৭ পূর্বাহ্ণ

সাবেক সচিব ও জাতীয় শুদ্ধাচার কৌশল সহায়তা প্রকল্প – ২ এর প্রকল্প পরিচালক মোহাম্মদ শফিউল আলম বলেছেন, দেশে সু-শাসন নিশ্চিত করতে শুদ্ধাচার ও নৈতিকতার বিকল্প নেই। এই প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষ ভোগান্তির কবল থেকে রক্ষা পাবে। শুদ্ধাচার পরিবার থেকে শুরু করতে হবে। পরে সমাজ ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে শুরু করতে হবে। শুদ্ধাচার ও নৈতিকতার বিষয়টি নিয়ে প্রশাসন একক ভাবে কাজ করলে হবেনা।জন প্রতিনিধি, সুশীল সমাজ, নিয়ে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। দেশের জনসাধারণের সেবা নিশ্চিত করার জন্য আন্তরিক ভাবে কাজ করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত নৈতিকতা কমিটির সভায় প্রধান অতিথি বক্তব্যে এ অভিমত ব্যক্ত করেন।
এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম। আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, সদস্য সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল আলম বাশেক, মোক্তার বেগম মুক্তা, এডভোকেট মোহাম্মদ আলী, কেশব কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকতা আল মামুন সিকদার, থানার ওসি রফিকুল ইসলাম, ইউ পি চেয়ারম্যান সরোয়ার মোরশেদ তালুকদার ও নুরুল আহসান লাভু।

পূর্ববর্তী নিবন্ধঅটোরিকশা পরিবহন শ্রমিক ফেডারেশনের কর্মবিরতি প্রত্যাহার
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির সিন্ডিকেট সভা