দেশে সুশাসন প্রতিষ্ঠার উপযোগী আবহ সৃষ্টি হয়েছে

মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় নাছির

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:৪৫ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মন্তব্য করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পরই দেশে একটি অস্থিতিশীল ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে বলে যে আশংকার পূর্বাভাষ ঘনীভূত হয়েছিল তা দূর হয়েছে। নানাবিধ বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা প্রতিবেশী ও উন্নয়নশীল অনেক দেশের চাইতেও স্থিতিশীল রয়েছে এবং জনদুর্ভোগ লাঘবে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকায় বিদ্যমান পরিস্থিতি সাধারণ মানুষের জন্য অনেকটা সহনশীল মাত্রায় রয়েছে। অন্যায়কারী যেই হোন না কেনো তিনি কখনো আইনের ঊর্দ্ধে নন এবং তাকে তাঁর জনস্বার্থ বিরোধী সকল অপকর্মের দায়ে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য প্রধানমন্ত্রী যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা সত্যিকার অর্থে দেশে সুশাসন প্রতিষ্ঠায় একটি অনুকূল আবহ সৃষ্টি হয়েছে। তিনি গতকাল বুধবার নিজ বাসভবনে মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি জুন মাসে মহানগর আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল শুক্রবার ঐতিহাসিক ৬দফা দিবস পালন উপলক্ষে ঐদিন সকাল ১০টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, ১২ জুন এম এ হান্নানের মৃত্যুবার্ষিকী পালন, ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনদিনব্যাপী অনুষ্ঠান, ১ জুলাই সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালন।

সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা, বদিউল আলম, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, সৈয়দ হাসান মাহমুদ শমসের, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, আহমেদুর রহমান ছিদ্দিকী, মশিউর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার টেলিফোন আলাপ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন যুবকের