চট্টগ্রাম–১৫ আসন ১১ দলীয় জোট ও জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, মুসলমান হিন্দু বৌদ্ধসহ সকল সামপ্রদায়ের বসবাসে এই বাংলাদেশ। এই দেশে সামপ্রদায়িক সমপ্রীতি কখনো বিনষ্ট হতে দেওয়া যাবেনা। তিনি লোহাগাড়ার কলাউজান ইউনিয়নে হিন্দু সমপ্রদায়ের সঙ্গে উঠান বৈঠকে এসব কথা বলেন। তিনি বলেন, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে চাই। তিনি এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি আলোচনা করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার বিষয় শোনেন। উঠান বৈঠক উপস্থিত ছিলেন পরিমল কান্তি দাশ, ধুর্জুটি প্রসাদ দাশ, পলাশ কান্তি দাশ, খোকন কান্তি দাশ, টিটু মহাজন, প্রশান্ত মহাজন, মাস্টার প্রদীপ দাশ প্রমুখ।












