দেশে সংকট চললেও বাংলাদেশে টেস্ট খেলতে আসবে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৪৮ পূর্বাহ্ণ

ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলংকা। এই অবস্থায় শ্রীলংকার স্বাভাবিক জীবন-যাপন বিপন্ন। এই অবস্থাতেই আগামী মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা শ্রীলংকার। বিসিবি স্পষ্ট করে বলে দিয়েছে, নির্ধারিত সময়েই মাঠে গড়াবে বাংলাদেশ- শ্রীলংকা টেস্ট সিরিজ। আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে লংকান ক্রিকেট দল। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে। ম্যাচ দুটি আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। আসন্ন এই সিরিজ নিয়ে মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘জাতীয় দল নিয়ে তাদের সঙ্গে যে কথা হয়েছে, তাতে ওরা খেলতে আসবে। সূচি অনুযায়ী তারা বাংলাদেশ সফর করবে। এসএলসি বাংলাদেশ সফর করার বিষয়ে এখন পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ।’
আগামী আগস্টে শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু দেশটির সংকটাপন্ন অবস্থায় এই টুর্নামেন্ট নিয়েও সংশয় রয়েছে। বিসিবির প্রধান নির্বাহী জানালেন এখন পর্যন্ত শ্রীলংকাই আয়োজক হিসেবে আছে।

পূর্ববর্তী নিবন্ধপাতানো ম্যাচের বিষয়ে জানতে চেয়ে বাফুফের চিঠি
পরবর্তী নিবন্ধশাহবাজের মন্ত্রিসভায় বেনজির পুত্র বিলাওয়াল