দেশে শনাক্ত নেমেছে ৭ শতাংশে, বেড়েছে মৃত্যু

| রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৯ পূর্বাহ্ণ

দেশে দিনে করোনাভাইরাসের রোগীর শনাক্তের হার ৭ শতাংশে নেমে এসেছে। আগের ২৪ ঘণ্টায় প্রায় ১৯ হাজার নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩২৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার কথা গতকাল শনিবার জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ০৩। আগেরও দিন তা ছিল ৮ দশমিক ৬৫।
ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে মহামারী পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠার আগে গত ২৯ মে ১ হাজার ৪৩ রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারপর গতকালই সবচেয়ে কম রোগী শনাক্তের খবর এল, যদিও নমুনা পরীক্ষাও তুলনামূলক কম ছিল। খবর বিডিনিউজের।
সংক্রমণের হার কমলেও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে বেড়েছে। গতকাল ৪৮ জনের মৃত্যুর খবর এসেছে, যা আগের দিন ছিল ৩৮। নতুন যে ৪৮ জন মারা গেছেন, তাদের মধ্যে নারী বেশি। মৃতদের মধ্যে পুরুষ ২২ জন, নারী ২৬ জন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৮০ জন। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ২৮ হাজার ৫৪২।
গত এক দিনে সেরে উঠেছেন ৩ হাজার ১৬৮ জন কোভিড রোগী। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠলেন ১৪ লাখ ৭৫ হাজার ২৩৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯২ লাখ ২১ হাজার ৬৫৯টি নমুনা। তাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৫৮ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ। গত এক দিনে সারা দেশে মোট ১৮ হাজার ৮৬৯টি নমুনা পরীক্ষা হয়, আগের দিন এই সংখ্যা ২৬ হাজারের উপরে ছিল।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করার প্রস্তাব
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ১০ উপজেলায় নতুন শনাক্ত নেই