দেশে শনাক্ত কমে দুই মাসের সর্বনিম্ন

| শুক্রবার , ৪ মার্চ, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের সংক্রমণ কমার ধারায় দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমে এসেছে দুই মাসের সর্বনিম্ন পর্যায়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ২২ হাজার নমুনা পরীক্ষা করে ৬৫৭ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে ৫ জনের। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল ওমিক্রনের দাপটের শুরুর দিকে, গত ৩ জানুয়ারি, সেদিন ৬৭৪ জনের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তারপর সংক্রমণ বাড়তে বাড়তে এক পর্যায়ে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ১৬ হাজারও ছড়িয়ে গিয়েছিল। জানুয়ারির শেষ দিক থেকে তা আবার কমে আসছে। খবর বিডিনিউজের।
গতকাল বৃহস্পতিবার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে ২ দশমিক ৯১ শতাংশ হয়েছে। এর চেয়ে কম শনাক্তের হার ছিল সর্বশেষ ১ জানুয়ারি, সেদিন ২ দশমিক ৪৩ শতাংশ নমুনায় সংক্রমণ পাওয়া গিয়েছিল। নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৪৫ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে ২৯ হাজার ৫৮ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাসে। সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৪ হাজার ৬২৮ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৮ লাখ ৩১ হাজার ৫৭৭ জন সুস্থ হয়ে উঠলেন।
মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৪৪ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ৪৪৮ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৬৮ শতাংশের বেশি। যে পাঁচজনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন পুরুষ এবং চারজন নারী। পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। মৃতদের মধ্যে দুইজনের বয়স ৭০ বছরের বেশি, দুইজনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল।

পূর্ববর্তী নিবন্ধফসলি জমির মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঅ্যাড. বদিউল আলমের মৃত্যুবার্ষিকীতে জেলা আইনজীবী সমিতির শ্রদ্ধাঞ্জলি