দেশে শনাক্তের হার ১০.৭৩ শতাংশ

করোনায় আরও ৩৮ মৃত্যু

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৫:৩২ পূর্বাহ্ণ

দেশে গত একদিনে আরও ১ হাজার ৬৭৬ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন হয়েছে। আর করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৮৩৯ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ১ হাজার ৮৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৫০৯টি ল্যাবে ১৫ হাজার ৬১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৬০ লাখ ৪৯ হাজার ৮৭৩টি নমুনা। গতকাল নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১০ দশমিক ৭৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৮ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ২৫ জন পুরুষ আর নারী ১৩ জন। তাদের ৩১ জন সরকারি হাসপাতালে, ৬ জন বেসরকারি হাসপাতালে এবং ১ জন বাড়িতে মারা যান।

পূর্ববর্তী নিবন্ধপুঁজিবাজারে সাড়ে ১০ বছরে সর্বোচ্চ লেনদেন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে শনাক্ত ছাড়াল ৫৪ হাজার