দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

সবচেয়ে বেশি প্রবাসী চট্টগ্রামের

| বুধবার , ২৯ নভেম্বর, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

দেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। বিবিএসের তথ্য মতে, ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন জনসংখ্যার মধ্যে পল্লী অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন এবং শহরের বসবাস ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ ও নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। অর্থাৎ পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি। খবর বাংলানিউজের।

সবচেয়ে বেশি প্রবাসী চট্টগ্রাম বিভাগের : বিশ্বের বিভিন্ন দেশে এখন ৫০ লাখ ৫৩ হাজার বাংলাদেশি নাগরিক বসবাস করছেন বলে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি প্রতিবেদনে উঠে এসেছে। সবচেয়ে বেশি মানুষ গেছেন চট্টগ্রাম বিভাগ থেকে। সবচেয়ে কম মানুষ গেছেন রংপুর বিভাগের বলে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বিভাগের সবচেয়ে বেশি নাগরিক বিদেশে অবস্থান করছেন। তাদের সংখ্যা ২০ লাখ ৫১ হাজার ৯৫২ জন, দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগের ১৪ লাখ ৩১ হাজার ১৩১ জন, তৃতীয় অবস্থানে আছেন সিলেট বিভাগের ৫ লাখ ৭৩ হাজার ১৮৫ জন, চতুর্থ অবস্থানে আছেন খুলনা বিভাগ ৩ লাখ ৬ হাজার ৭০০ জন, পঞ্চম অবস্থানে আছেন রাজশাহী বিভাগ ২ লাখ ৬৯ হাজার ২০৪ জন, ষষ্ঠ অবস্থানে আছেন ময়মনসিংহ বিভাগ ১ লাখ ৫৪ হাজার ২২৭ জন এবং সবচেয়ে কম বাংলাদেশি বিদেশে অবস্থান করছেন রংপুর বিভাগের মানুষ মাত্র ১ লাখ ১৫ হাজার ৪৩১ জন।

প্রতিবেদনে আরও দেখা যায়, গত দুই বছরে বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন ৪ লাখ ৬৬ হাজার ৬৬৬ জন মানুষ। ফেরার তালিকায় প্রথমেই আছেন চট্টগ্রাম বিভাগের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার। ফেরার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন ঢাকা বিভাগ তাদের সংখ্যা ১ লাখ ৩২ হাজার ৮৮৬ জন এবং তৃতীয় অবস্থানে আছেন খুলনা বিভাগের ৩৯ হাজার ২৮৮ জন। জনশুমারি গণনার শুরুর থেকে ছয় মাস আগে যারা বিদেশে গিয়েছেন সেই হিসাব থেকে এই সংখ্যা প্রকাশ করা হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে প্রথম মনোনয়নপত্র জমা দিলেন ফজলে করিম
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের ১২ আসনে বিএসপির প্রার্থীর নাম ঘোষণা