দেশে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৫ হাজার

কোভিড-১৯

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

দেশে করোনা ভাইরাসে এক দিনে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে সাড়ে ৫ হাজার জনে দাঁড়িয়েছে। শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর দেশে কোভিড-১৯ সংক্রমণের হালনাগাদ তথ্য তুলে ধরেন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১২০৩ জন। তাদের নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৪৫৩ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন হয়েছে। খবর বিডিনিউজের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১০৯টি ল্যাবে ১০ হাজার ৮৫৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত এক দিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৫ জন, নারী ৮ জন। তাদের প্রত্যেকেই বাড়িতে মারা গেছেন। এর মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৫ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১৯ জন ঢাকা বিভাগের এবং ৪ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা ছিলেন।
দেশে এ পর্যন্ত মারা যাওয়া ৫ হাজার ৫০০ জনের মধ্যে ৪ হাজার ২৩৭ জনই পুরুষ এবং ১ হাজার ২৬৩ জন নারী। মৃতদের মধ্যে ২ হাজার ৭৯০ জন ঢাকা বিভাগের, ১১১১ জন চট্টগ্রাম বিভাগের, ৩৫৯ জন রাজশাহী বিভাগের, ৪৪৭ জন খুলনা বিভাগের, ১৯৩ জন বরিশাল বিভাগের, ২৩৫ জন সিলেট বিভাগের, ২৫০ জন রংপুর বিভাগের এবং ১১৫ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধদলীয় মনোনয়ন পেতে আওয়ামী লীগের ৯ প্রার্থীর লবিং
পরবর্তী নিবন্ধচলতি বছরে সুপ্রিম কোর্টের ৬২ আইনজীবীর মৃত্যু