দেশে মুক্তি পাচ্ছে জয়ার ইরানি ছবি

| বুধবার , ৩ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

তিন বছর আগে নির্মাণের পর ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে জয়া আহসানের প্রথম ইরানি ছবি ‘ফেরেশতে’। ইরানের ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক দৃষ্টিভঙ্গির জন্য এটি জিতেছে জাতীয় পুরস্কার। এছাড়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪এর উদ্বোধনী ছবি হিসেবেও জায়গা করে নিয়েছিল সিনেমাটি।

তবে এখনও দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম নির্মিত আলোচিত ছবিটি। চলতি মাসেই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। লায়ন সিনেমাস তাদের ফেসবুক পেজে ঘোষণা দিয়েছে ‘ফেরেশতে’ মুক্তির। একইসঙ্গে স্টার সিনেপ্লেক্স থেকেও জানানো হয়েছে, সিনেমাটি মুক্তির বিষয়ে প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে।

পূর্ববর্তী নিবন্ধকাল চট্টগ্রামে প্রথম আন্তর্জাতিক নারী চলচ্চিত্র উৎসব শুরু
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.৭৯ কোটি টাকা