দেশে ফিরে আসতে পারেন মুশফিক

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ সেপ্টেম্বর, ২০২৩ at ১০:৩০ পূর্বাহ্ণ

এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোর পর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশ একটি ম্যাচ খেলেও ফেলেছে। আর এই পর্বে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি আজ শনিবার। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে বাঁচামরার ম্যাচ টাইগারদের । এই ম্যাচে হারলেই এশিয়া কাপ থেকে কার্যত বিদায় হয়ে যাবে টাইগারদের। এমন সময়ে খবর, টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরতে পারেন মুশফিকুর রহিম। তবে আজকের গুরুত্বপূর্ন ম্যাচটি খেলবেন তিনি। এরপর দেশের বিমান ধরতে পারেন আগামীকাল ১০ সেপ্টেম্বর। কি কারণে হঠাৎ এমন তাড়াহুড়ো করে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে মুশফিকের স্ত্রী সন্তানসম্ভবা। দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন মিস্টার ডিপেন্ডেবল। এ সময় স্ত্রীর পাশে থাকা দরকার। সে জন্য ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন বলে তিনি টিম ম্যানেজমেন্টকে জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপাবেলের নতুন গান ‘আইজ কাইল আই আইলে’
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার হ্যান্ডবল লিগের ফাইনালে মোহামেডান ব্লুজ এবং ফ্রেন্ডস ক্লাব