একেবারে দুঃস্বপ্নের মত কেটেছে বাংলাদেশের জন্য এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০০৭ সালে প্রথম আসরে ওয়েস্ট ইন্ডিজকে হারানোর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে জয় এখনও সোনার হরিণ হয়েই আছে। এবারও মূলপর্বে একটি ম্যাচ জিততে পারলো না টাইগাররা। পরাজয়ের তালিকাটা ক্রমশ লম্বা হচ্ছে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমপর্বে স্কটল্যান্ডের মতো দলের কাছে হেরে শুরু। কোনোমতে সুপার টুয়েলভে উঠলেও মূল লড়াইয়ে পাঁচ ম্যাচে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এর মধ্যে শেষ দুই ম্যাচে একশর নিচে অলআউট হয়ে লজ্জার ষোলোকলা পূর্ণ করে এসেছে টাইগাররা।
গতকাল বিকেলে সেই ‘ব্যর্থ’ দলের প্রথম বহর পা রেখেছে ঢাকায়। তিন ভাগে বিভক্ত হয়ে দেশে ফেরত আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দুই ভাগ গতকালই চলে এসেছে। বাকি এক ভাগ মানে চার ক্রিকেটার ছুটি কাটিয়ে ফিরবেন পরে। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীতে ফিরে এসেছে প্রথম বহর। আর জাতীয় দলের দ্বিতীয় বহর এসে পৌঁছায় রাত ১১টায়। তবে এই বহরে থাকছেন না ৪ সিনিয়র ক্রিকেটার। তারা হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ। পরিবারের সদস্যদের নিয়ে ছুটি কাটাবেন এই চার ক্রিকেটার। তারপর ফিরবেন দেশে। আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হবে। তার আগেই দেশে ফিরবেন বাকি চার ক্রিকেটার।