দেশে ফিরেছেন মুশফিক

বাবা-মা হাসপাতালে ভর্তি

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ জুলাই, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে আজ থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ। আর সে সিরিজে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু তার বাবা এবং মা করোনা আক্রান্ত হওয়ায় দেশে ফিরে এসেছেন সাবেক অধিনায়ক। গতকাল বিকেলে ঢাকা পৌঁছেছেন মুশফিক। ঢাকায় নেমেই তার চলে যাওয়ার কথা ছিল বগুড়ায়। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর বগুড়া যেতে হয়নি। কারন এরই মধ্যে মুশফিকের বাবা এবং মাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে র্ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে হারারে থেকে জোহানেসবার্গ ও দুবাই হয়ে ঢাকা পৌঁছে মুশফিক চলে যান উত্তরায় নিজের বাসায়। সেখান থেকে করোনা আক্রান্ত বাবা-মায়ের সর্বশেষ অবস্থা জানতে যান হাসপাতালে। বাংলাদেশ দল এখন রয়েছে জিম্বাবুয়েতে। আজ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলার কথা ছিল মুশফিকের। এরপর তিনি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া সিরিজের বাধ্যবাধকতার কারণে শেষ পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজেও রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। যেহেতু অস্ট্রেলিয়া সিরিজ শুরুর দশ দিন আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশের একটি বাধ্যবাধকতা রয়েছে। সে কারণে ছুটি নেওয়া সত্ত্বেও বাধ্য হয়েই টি-টোয়েন্টি সিরিজের জন্যও থেকে যেতে হয় মুশফিককে জিম্বাবুয়েতে। তবে শেষ পর্যন্ত আর থাকতে পারেননি দেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। কারন দেশে যে তার বাবা এবং মা করোনা আক্রান্ত। তাই দুই সিরিজই বাতিল করে দেশে ফিরেছেন মুশফিক তড়িঘড়ি করে। বাবা-মার অসুস্থতার খবরে দেশে ফিরলেও অস্ট্রেলিয়া সফরে খেলতে চাইলে খুব বেশি সময় পরিবারের সাথে থাকতে পারবেন না মুশফিক। কারন ঠিকই দশ দিন আগে তাকে হোটেলে উঠতে হবে। সে হিসেবে কিছুদিন হলেওতো অন্তত বাবা-মার পাশে থাকতে পারবেন তাদের এই কঠিন সময়ে। সেটাও কম কিসে মুশফিকের জন্য।

পূর্ববর্তী নিবন্ধকোপার শিরোপা বাংলাদেশিদের উৎসর্গ করলেন পাবলো সোরিন
পরবর্তী নিবন্ধভারতীয় ক্রিকেট দলে করোনার থাবা