দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

| শনিবার , ৫ এপ্রিল, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগদানে দুই দিনের থাইল্যান্ড সফর শেষে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাসসকে জানান, প্রধান উপদেষ্টা এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট রাত ১০:০৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ব্যাংককে তার সংক্ষিপ্ত সফরের সময়, অধ্যাপক ইউনূস বৃহস্পতিবার বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিমসটেক ইয়ং জেনারেশন ফোরামেও বক্তব্য রাখেন। তিনি গতকাল বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণ দিয়ে সদস্য দেশগুলিকে পারস্পরিক স্বার্থ এবং ভাগাভাগি করে লাভবান হওয়ার জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধসুযোগ পেলে সীতাকুণ্ডবাসীর সেবা করে যাব : আসলাম চৌধুরী
পরবর্তী নিবন্ধরাউজানের বিএনপির দুই নেতার বাড়িতে মেজবান