দেশে ফিরছেন পাকিস্তানের বোলিং কোচ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ২৯ নভেম্বর, ২০২১ at ৯:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম টেস্টের দুই দিন বাকি থাকতেই নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে যাচ্ছেন পাকিস্তানের বোলিং কোচ ভার্নন ফিল্যান্ডার। করোনাভাইরাসের নতুন ভেরিয়েন্ট ‘ওমিক্রন’ এর প্রকোপ বেড়ে যাওয়ায় তার এমন সিদ্ধান্ত। গতকাল রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। করোনা ভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ সংক্রমণ রোধে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মতো এবার দক্ষিণ আফ্রিকার দেশগুলোর সঙ্গে যোগাযোগ স্থগিত করছে বাংলাদেশ। বিশ্বের অনেক দেশই ফ্লাইট বন্ধ করে দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য বিমান বন্ধ হয়ে গেলে ফিল্যান্ডার আর দেশে ফিরতে পারবেন না। যে কারণে টেস্টের মাঝপথেই তিনি টিম হোটেল ছাড়ছেন। পিসিবি জানিয়েছে, আগামীকাল টিম হোটেল ছেড়ে যাবেন ফিল্যান্ডার। ৩০ নভেম্বর তার বিমানে ওঠার কথা রয়েছে। যদিও তার এই টেস্ট শেষে দেশে ফেরার কথা ছিল। কিন্তু করোনার কারণে দুই দিন আগেই সিদ্ধান্তটা নিতে হলো।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম প্রাক্তন ফুটবল খেলোয়াড় সমন্বয় কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামের প্রাক্তন হ্যান্ডবল খেলোয়াড়দের পুনর্মিলনী অনুষ্ঠান জানুয়ারিতে