বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বৃহস্পতিবার রাতে লন্ডন থেকে দেশের পথে রওনা দিয়েছেন। ঢাকায় নেমে তিনি ওই এয়ার অ্যাম্বুলেন্সেই শাশুড়িকে নিয়ে লন্ডনে ফিরবেন। জুবাইদা নিজেও পেশায় চিকিৎসক। খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডেও তিনি আছেন।
গতকাল রাত ১১টার দিকে লন্ডন বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এরইমধ্যে তিনি লন্ডনে বিমানবন্দরে চেক ইন করেছেন এবং লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা) দিকে ফ্লাইট ছাড়বে বলে সূত্রগুলো জানিয়েছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে তিনি বাংলাদেশে এসে পৌঁছাবেন বলেও জানা গেছে। খবর বিবিসি বাংলার।
এদিকে চিকিৎসার উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে বলে জানিয়েছে বিএনপির প্রেস উইং। বৃহস্পতিবার রাতে তারা জানায়, কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে সেটিতে কারিগরি সমস্যার কারণে এই যাত্রা বিলম্ব হবে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি জানিয়েছিলেন, বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হবে খালেদা জিয়াকে।









