দেশে প্রথম চা দিবস উদযাপিত হবে কাল

| বৃহস্পতিবার , ৩ জুন, ২০২১ at ৪:২১ অপরাহ্ণ

আগামীকাল শুক্রবার প্রথমবারের মতো জাতীয় চা দিবস উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ চা বোর্ড। আগামীকাল শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চা দিবসের অনুষ্ঠানগুলো হবে। খবর বিডিনিউজের। গতকাল বুধবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি চা দিবস উদযাপনের কারণ এবং কর্মসূচি তুলে ধরেন।
তিনি বলেন, ১৯৫৭ সালের ৪ জুন প্রথম কোনো বাঙালি হিসাবে চা বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্মৃতির কারণে স্বাধীনতার পরেও দেশ পুনর্গঠনের সময় চা শিল্প নিয়ে চিন্তা করেছেন তিনি। চা শ্রমিকদের শিক্ষা, রেশন, সুপেয় পানি ও গবেষণা ইনস্টিটিউটসহ অনেক কিছু করেছেন। সে কারণে ৪ জুন জাতীয় চা দিবস হিসাবে উদযাপনের সিদ্ধান্ত আগেই হয়েছিল জানিয়ে টিপু মুনশি বলেন, গত বছরও বড় করে উদযাপনের ইচ্ছে ছিল। কিন্তু কোভিডের কারণে পারা যায়নি। এবারও কোভিডের দ্বিতীয় ধাক্কার কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করতে হচ্ছে। চা এসময় সিলেট-চট্টগ্রামের পাহাড়ি এলাকায় হলেও এখন সমতলেও আবাদ সমপ্রসারিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়া অবিচ্ছেদ্য অংশ
পরবর্তী নিবন্ধচৌমুহনীতে তরুণের আত্মহত্যা