দেশে প্রথমবার মুক্তি পেল নেপালি সিনেমা

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

বাংলাদেশের সিনেমা হলে প্রথমবারের মতো মুক্তি পেল নেপালি সিনেমা। রোমান্টিক কমেডি ‘মিসিং’ সিনেমাটি গতকাল মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্সে। এর আগের দিন বৃহস্পতিবার ঢাকায় আয়োজন করা হয়েছে প্রিমিয়ার শো।

স্টার সিনেপ্লেক্সের সেন্টার পয়েন্ট শাখা (এয়ারপোর্ট, উত্তরা, ঢাকা)-তে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসেন সিনেমার কেন্দ্রীয় অভিনেতা নাজির হুসেন। অনুষ্ঠানে তাকে দেখা যায় নেপালের ঐতিহ্যবাহী পোশাকে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে। স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ ফুল দিয়ে অভিনন্দন জানান নাজির ও তার সফরসঙ্গীদের।

এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ঢাকায় আসার অনুভূতি ব্যক্ত করেন নাজির। খবর বাংলানিউজের। প্রিমিয়ারে উপস্থিত হন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, সিনেমাটির পরিচালক দীপেন্দ্র গুচান, প্রযোজকসহ আরও অনেকে।

পূর্ববর্তী নিবন্ধবিওএকে বরাদ্দ দেওয়া ৪২ কোটি টাকার হিসাব চেয়েছে সরকার
পরবর্তী নিবন্ধবলিউড তারকার সঙ্গে একই মঞ্চে জয়া আহসান