দেশে নির্বাচন ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে

বোয়ালখালী পৌরসভা বিএনপির স্মরণসভায় লিটন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচনের প্রয়োজন থাকলেও সে নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে দাবি করেছেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হওয়া মানে ষড়যন্ত্রকারীদের সুযোগ দেওয়া। তিনি বলেন, গণতন্ত্র এখনও নিরাপদ নয়। দেশে নির্বাচন ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে। স্বৈরতন্ত্রের পতনের পর গণতন্ত্রে উত্তরণের জন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে নির্বাচন। সমাজে মধ্যে নানা অস্থিরতা দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি হয়েছে। অর্থনৈতিক অবস্থা জটিল হচ্ছে। নির্বাচনের মাধ্যমে একটা সরকার গঠন না করলে এসব সমস্যা আরও বাড়বে।

তিনি গতকাল বুধবার বিকেলে বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তার কামাল চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান। ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক মো. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে ও বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার এস এম তারেক, আবদুল করিম, শেখ মনির উদ্দিন, এম কপিল উদ্দিন, আরিফ চৌধুরী ছোটন, হাসান চৌধুরী, নজরুল ইসলাম, ইসমাইল চৌধুরী, সায়েম উদ্দিন টিটু, নুরুল আবসার আশিক, ইব্রাহিম চৌধুরী মানিক, আরেফিন রিয়াদ, এস এম নয়ন, জাহেদুল আলম চৌধুরী রাসেদ, নজরুল ইসলাম, কপিল উদ্দিন, ওমর ফারুক, ইব্রাহিম চৌধুরী, সদস্য শাহাদাৎ হোসাইন জিকো, আরমান আলম, জাহেদ হোসাইন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধবয়স কম হলেও ছিনতাই জগতে পরিচিত মুখ