দেশে নতুন শনাক্ত ৭০৩ মৃত্যু ২১

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

দেশে এক দিনে আরও ৭০৩ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, মৃত্যু হয়েছে আরও ২১ জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত শনাক্ত নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জনে। তাদের মধ্যে ২৭ হাজার ৬৩৫ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৬৯৪ নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল, মৃত্যু হয়েছিল ২৩ জনের। সে হিসেবে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা মোটামুটি স্থিতিশীল আছে। সরকারি হিসাবে এক দিনে দেশে সেরে উঠেছেন আরও ৮১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন সুস্থ হয়ে উঠলেন। খবর বিডিনিউজের।
গত এক দিনে দেশে সোয়া ২৪ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়াচ্ছে ২ দশমিক ৮৮ শতাংশ, যা আগের দিন ২ দশমিক ৭২ শতাংশ ছিল। শুধু ঢাকা বিভাগেই গত এক দিনে ৫১৮ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে, যা দিনের মোট শনাক্তের দুই তৃতীয়াংশের বেশি। যে ২১ জন গত এক দিনে মারা গেছেন, তাদের ৮ জন ছিলেন ঢাকা বিভাগের, ৮ জন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে সারা দেশে মোট ২৪ হাজার ৩৭৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৮১ শতাংশ; মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ। গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে মধ্যে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ১৬ জন বাদে ২ জন খুলনা বিভাগের ১ জন সিলেট বিভাগের এবং ২ জন রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ৫ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি। ৬ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, ৪ জনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে, ২ জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং ২ জনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল। এছাড়া ২০ বছরের কম বয়সী একজনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে ১৯ জন সরকারি হাসপাতালে এবং ১ জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একজন মারা গেছেন বাসায় চিকিৎসাধীন অবস্থায়। মৃতদের মধ্যে নারী ১২ জন, বাকি ৯ জন পুরুষ।
বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইতোমধ্যে ৪৮ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। আর শনাক্ত হয়েছে ২৩ কোটি ৫৮ লাখের বেশি রোগী।

পূর্ববর্তী নিবন্ধচোরাই সোনা উদ্ধারে বিমানের সহযোগিতা মেলে না : শুল্ক গোয়েন্দা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ৩ মৃত্যু শনাক্ত ২৫