দেশে দেড় মাসের মধ্যে সর্বোচ্চ ৬৩ জনের মৃত্যু

ঢাকায় ৬৮% কোভিড রোগীই ডেল্টায় আক্রান্ত

| শুক্রবার , ১৮ জুন, ২০২১ at ৫:৪৯ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এক দিনে আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে, যা ৪৫ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে এক দিনে এর চেয়ে বেশি মৃত্যুর খবর এসেছিল সর্বশেষ গত ৩ মে। সেদিন করোনাভাইরাসে ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। আর বুধবার মৃত্যু হয়েছিল ৬০ জনের। গত এক দিনে কেবল খুলনা বিভাগেই ২০ জনের মৃত্যু হয়েছে, রাজশাহীতে মারা গেছেন ১৩ জন। সব মিলিয়ে দেশে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩৪৫ জন হয়েছে। এদিকে ঢাকায় যত কোভিড-১৯ রোগী এখন রয়েছে, তার দুই-তৃতীয়াংশের দেহেই ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ পেয়েছেন একদল গবেষক। ভারতে উদ্ভূত করোনাভাইরাসের এ ধরনটি দ্রুত ছড়ায় বলে এটা একটা উদ্বেগের বিষয় বলে মনে করছেন সরকারি সংস্থা আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন। গত মে মাসের শেষ এবং জুন মাসের প্রথম সপ্তাহে ঢাকায় করোনাভাইরাস আক্রান্ত ৬০ জনের নমুনার জেনোম সিকোয়েন্স বিশ্লেষণ করে ৬৮ শতাংশের দেহে ডেল্টার সংক্রমণ পেয়েছে আইসিডিডিআর,বি। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৮৪০ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যা আগের দিনের চেয়ে সামান্য কম। বুধবার দেশে ৩ হাজার ৯৫৬ জন নতুন রোগী শানাক্ত হয়েছিল। নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জন হয়েছে।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৭১৪ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাংলাদেশি পোশাকের বাজার সৃষ্টির সুযোগ রয়েছে মালদ্বীপে