দেশে দিনে মৃত্যু বেড়ে ৩৬, শনাক্ত ৮৩৫৯

| রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৪ পূর্বাহ্ণ

দেশে দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আরও কমে ৯ হাজারের নিচে নামলেও মৃত্যু বেড়েছে। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তর আগের ২৪ ঘণ্টায় ৮ হাজার ৩৫৯ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। সর্বশেষ শনাক্ত রোগীদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লাখ ৫৩ হাজার ১৮৭ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৫৬০ জন। খবর বিডিনিউজের।
সরকারি হিসাবে গত এক দিনে দেশে সেরে উঠেছেন ৭ হাজার ১৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৯৪ হাজার ৩৯১ জন সুস্থ হয়ে উঠলেন। গতকালের বুলেটিন অনুযায়ী দেশে এখন সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ২ লাখ ৩০ হাজার ২৩৬ জন। অর্থাৎ এই সংখ্যক রোগী নিশ্চিতভাবে সংক্রমিত অবস্থায় রয়েছে। তবে উপসর্গবিহীন আক্রান্তরা এই হিসাবেই আসেনি।
গতকাল নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৩ শতাংশে। শুক্রবার এই হার ছিল ২২ দশমিক ৯৫ শতাংশ। গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ছয় হাজার ৩৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা মোট আক্রান্তের ৭২ শতাংশের বেশি। যে ৩৬ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী। তাদের মধ্যে ২৫ জন ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। এছাড়া চট্টগ্রাম বিভাগের দুজন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের তিনজন, সিলেট বিভাগের একজন, রংপুর বিভাগের দুজন এবং ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন দুজন।
ওমিক্রনের বিস্তারের মধ্যে জানুয়ারি মাসে ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয়েছে ৩২২ জনের। তার আগের মাস ডিসেম্বরে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৯ হাজার ২৫৫ জন, আর সারা মাসে ৯২ জনের মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ৫৭৪ জন শনাক্ত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু