দেশে তৈরি ৩৭৫ সিসির মোটরসাইকেল নিবন্ধনের অনুমতি

| বৃহস্পতিবার , ১২ অক্টোবর, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশের সড়কে ৩৯৫ সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ফলে এখন থেকে এই ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন দিতে পারবে বাংলাদেশ সদক পরিবহন কর্তৃপক্ষবিআরটিএ। তবে শর্ত হল, ওই মোটরসাইকেল দেশে উৎপাদিত হতে হবে। আমদানি করা মোটরসাইকেলের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশনার কথা জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। খবর বিডিনিউজের।

মোটরযানের ক্ষেত্রে ইঞ্জিনের সিলিন্ডারের ধারণক্ষমতা কত কিউবিক সেন্টিমিটার, সেই হিসাবকে বলে সিসি। এতদিন দেশে ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল চলাচলের সুযোগ ছিল না। ওই সীমার চেয়ে বেশি সিসির মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন বাইকাররা। মোটরসাইকেল উৎপাদক এবং বিপণনকারী কোম্পানিগুলোও সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সেপ্টেম্বরে ৩৫০ সিসি পর্যন্ত ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন দেওয়ার পক্ষে মত দেয়। এখন বিআরটিএ সেই অনুমতি দিল।

বাংলাদেশে এখন মোটরসাইকেল কারখানা রয়েছে নয়টি। ২০১৮ সালে সরকারের করা মোটরসাইকেল শিল্পের উন্নয়ন নীতিতে ২০২৭ সালের মধ্যে দেশে ১০ লাখ মোটরসাইকেল উৎপাদনের লক্ষ্য ঠিক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচিকিৎসার সুযোগ না দেওয়ার মানে কী : ফখরুল
পরবর্তী নিবন্ধবিদেশি সাক্ষী আনার বৈধতা চ্যালেঞ্জ করে খালেদার আবেদন