দেশে ডেঙ্গুতে ৭ দিন পর আরও দুই মৃত্যু

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

সাত দিন পর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১৬ জনের। এর আগে গত ৫ এপ্রিল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ মারা যাওয়া দুজন ব্যক্তি বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ গত একদিনে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ২০৭৪ জন। খবর বিডিনিউজের।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন; ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সাতজন, ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বাকি বিভাগগুলোতে এসময়ে কোনো রোগী ভর্তি হয়নি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্কের খেলায় জেতার আত্মবিশ্বাসে বেপরোয়া চীন
পরবর্তী নিবন্ধপটিয়ায় বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল টেক্সি, চালক আহত