দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; তাতে চলতি বছরের এ পর্যন্ত মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৬ হাজার ৬৭ জনে। একই সাথে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনকে নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৯১ জনের প্রাণ কাড়ল এডিস মশাবাহিত এই রোগ।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন, দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও দুইজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন। ডিসেম্বরের তিন দিনে ডেঙ্গুতে নয় জনের প্রাণহানির খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৬৫ জন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। খবর বিডিনিউজের।
অপরদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, আগস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।











