বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮১ জন রোগী। এ নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৮৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এডিস মশাবাহিত এই রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৩ জনে।
গতকাল মঙ্গলবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৯২ জন, ঢাকা বিভাগে ১৪৩ জন, ময়মনসিংহে ১৭ জন, চট্টগ্রামে ১৬০ জন, খুলনায় ৯৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ৯৩ জন এবং সিলেট বিভাগে ৪ জন রোগী ভর্তি হয়েছেন এক দিনে। খবর বিডিনিউজের।
এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৫ হাজার ২১২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩৮৪ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৭০৭ জন; আর ১৬৭৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর ভর্তি রোগীদের মধ্যে ২২ হাজার ৯৯ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ হাজার ৬৯০ জন।
গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন বরিশাল বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।