দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

হাসপাতালে ভর্তি ৮৪৩ জন

| রবিবার , ২২ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৮ পূর্বাহ্ণ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৪৩ জন। এই সময়ে এইডিস মশাবাহিত এ রোগে এক জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৪৬৫ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ১৯৩ জন, বরিশাল বিভাগে ৭১ জন, খুলনা বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ২১ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ২০৮ জনে। মারা গেছেন ১২৫ জন। দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ২ হাজার ৭০৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। খবর বিডিনিউজের।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আট জনের, জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের, আগস্ট মাস ৬ হাজার ৫২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৭ জনের। সেপ্টেম্বরের ২১ দিনে ১০ হাজার ২৬৭ জন আক্রান্ত হয়েছেন, মৃত্যু ৪২ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। রোগটিতে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় আরও ৪৫ ডেঙ্গু রোগী শনাক্ত
পরবর্তী নিবন্ধমেয়াদ শেষ ১৬ মাস আগেই, কাজ হয়েছে ৪০ শতাংশ