দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত : শাহাদাত

| শুক্রবার , ৩ ডিসেম্বর, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে বলেছেন, দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় বেগম খালেদা জিয়া সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর অতিক্রম হলেও যে মূলমন্ত্র নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছে। আজ সেই স্বাধীন দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। দেশে মানবাধিকার নেই, জনগণের শেষ আশ্রয়স্থল আইনের শাসনও নেই। তিনি গতকাল দুপুরে আদালত ভবন এলাকায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন- বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া খুব জরুরি। আমরা এখনও আশা করি- সরকার বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবে। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট মফিজুল হক ভুঁইয়া, অ্যাডভোকেট তারেক আহমেদ, অ্যাডভোকেট ইফতেখার মহসিন, অ্যাডভোকেট আহমদ কামরুল ইসলাম সাজ্জাদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহীন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তুহিন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী মারুফ, অ্যাডভোকেট এরফান, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ, অ্যাডভোকেট হিমেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে দুই ব্যবসায়ীর মতবিনিময়
পরবর্তী নিবন্ধদেশে এক দিনে ৩ মৃত্যু নতুন শনাক্ত ২৬১