মহানগর বিএনপির সভাপতি ও চসিক মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহীদ ডা. শামসুল আলম খান মিলন একটি অবিস্মরণীয় নাম। স্বৈরাচারী শাসনের শৃঙ্খল থেকে গণতন্ত্রকে উদ্ধার করতে গিয়েই তিনি শহীদ হন। কিন্ত বর্তমানে দেশের গণতন্ত্র আবারও গভীর খাদের কিনারে গিয়ে পড়েছে। গতকাল শুক্রবার বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে ডা. মিলনের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ডা. মিলন পালন করেন অকুতোভয় সৈনিকের ভূমিকা। তার আত্মদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, ডা. মিলন বুকের রক্ত দিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ প্রশস্ত করে গেছেন। আন্দোলন-সংগ্রামে তিনি আমাদের প্রেরণার উৎস। সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলামের পরিচালনায় সভায় আরো বক্তব্য দেন মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, হারুন জামান, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দীন, জাহাঙ্গীর আলম দুলাল, আনোয়ার হোসেন লিপু, গাজী সিরাজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, হকার্স সম্পাদক আব্দুল বাতেন, সহ-সম্পাদকবৃন্দ একেএম পেয়ারু, আব্দুল হালিম স্বপন, রফিকুল ইসলাম, ইদ্রিস আলী, খোরশেদ আলম কুতুবী, আবু মুছা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।