দেশে খুনের মহোৎসব বন্ধ করুন

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

টিভি চ্যানেল, পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়া যেখানেই চোখ পড়ছেচতুর্দিক কেবল খুনের শিরোনামে ছেয়ে গেছে। যেন দেশে খুনের মহোৎসব চলছে।

ছেলের হাতে মা খুন, স্বামীর সাথে স্ত্রীসন্তান খুন, ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংএর হাতে পিতা খুন, ছেলের হাতে পিতা খুন, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন ইত্যাদি, ইত্যাদি এমন অসংখ্য শিরোনাম নিত্যনৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়িয়েছে।

এমন সন্ত্রাসবাদে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠতায় ভোগছে। দেশে আইনের শাসনের চরম সংকট নজিরবিহীন। সাম্প্রতিক সময়ের এমন বেপরোয়া শাসনব্যবস্থা নিঃসন্দেহে ন্যক্কারজনক।

দেশে আইনের শাসনের চরম অবক্ষয়ের দায় রাষ্ট্র এবং সরকার কোনোভাবেই এড়াতে পারে না।

এমতাবস্থায়, দেশের যত্রতত্র নির্বিচারে মানুষের প্রাণহানির লাগাম টানতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলোর যথাযথ নজরদারি নিশ্চিত করতে হবে এবং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে। তবেই কেবল দেশের আইনের শাসন অরক্ষিত থাকবে এবং দেশের মানুষ নিরাপদে বাঁচবে।

এস.এম রাহমান জিকু

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

পূর্ববর্তী নিবন্ধঅমলেন্দু চক্রবর্তী : কথাসাহিত্যিক
পরবর্তী নিবন্ধহৃদয়ে বাংলাদেশ