দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার ২৮ মাস পর মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮৮৪ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; তাতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ২৭৯ জন। খবর বিডিনিউজের।
দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও ৬ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে। তাদের নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ২৯ হাজার ২৫৬ জনের মৃত্যু হল। গত ২৪ ঘণ্টায় কোভিড থেকে সেরে উঠেছেন ১ হাজার ৬০২ জন। তাদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা বেড়ে হল ১৯ লাখ ৩১ হাজার ৪৯৪। গত এক দিনে ৯ হাজার ১০ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার কমে হয়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। আগের দিন এই হার ১২ দশমিক ২০ শতাংশ ছিল। মহামারীর মধ্যে সার্বিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ, আর মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। নতুন শনাক্ত ১১০৪ জনের মধ্যে ৩৯৩ জন ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই গত এক দিনে নতুন রোগী ধরা পড়েছে।
এদিকে চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ১৬ দশমিক ৯৬ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে শহর ও গ্রামে কোনো রোগির মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো গতকালের প্রতিবেদন থেকে এসব তথ্য জানায় বাসস।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, গত বুধবার ৩৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৬৬ জনের মধ্যে শহরের বাসিন্দা ৪৬ জন ও নয় উপজেলার ২০ জন। উপজেলার ২০ জনের মধ্যে হাটহাজারীতে ৮ জন, রাউজানে ৪ জন, আনোয়ারায় ২ জন এবং মীরসরাই, পটিয়া, চন্দনাইশ, ফটিকছড়ি, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ২৬০ জনে। এর মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৪৮৯ জন এবং গ্রামের ৩৪ হাজার ৭৭১ জন। বুধবার করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।