জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ১৯৭১’র পরাজিত শক্তির একটি অংশ মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়ে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য মাঠে নেমেছে। ভাস্কর্য বিরোধী উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। ধর্মের দোহাই দিয়ে দেশে কোনো ধরনের বিভেদ-বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে দেয়া হবে না। তিনি গতকাল শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শাহগদী সড়কের কার্পেটিংয়ের কাজ উদ্বোধনকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, ইউপি চেয়ারম্যান গাজী মো. ইদ্রিস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অসিত বড়ুয়া, সাধারণ সম্পাদক মর্তুজা কামাল মুন্সি, উপজেলা যুবলীগ আহ্বায়ক হাসানউল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ইমরান উদ্দিন বশির, জেলা যুবলীগ নেতা লোকমান খান, ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মো. হাসান, ছাত্রনেতা তারেকুর রহমান তারেক প্রমুখ।