দেশে করোনায় মৃত্যু আরও ১৭৩

| বুধবার , ২১ জুলাই, ২০২১ at ৫:৩৯ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন সাত হাজার ৬১৪ জন।
আজ বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে। বাংলানিউজ

পূর্ববর্তী নিবন্ধনিজের রাইফেল দিয়ে পুলিশ কন্সটেবলের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী উপজেলায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু