সংক্রমণ নিয়ন্ত্রণে থাকায় এ বছর মে মাসে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা নেমে এসেছে হাজারের নিচে, সেই সঙ্গে মৃত্যুর সংখ্যাও নেমে এসেছে এক মাসের সর্বনিম্ন পর্যায়ে। মে মাসের ৩১ দিনে সারা দেশে মোট ৮১৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা মহামারী শুরুর পর এক মাসের দ্বিতীয় সর্বনিম্ন। আর সব মিলিয়ে ৪ জনের মৃত্যুর খবর এসেছে মে মাসে। মহামারীর ২৭ মাসের মধ্যে আর কোনো মাসে মৃত্যুর সংখ্যা ৫ জনের নিচে নামেনি। খবর বিডিনিউজের। ২০২০ সালের মার্চে দেশে মহামারী শুরুর পর ওই মাসে শনাক্ত হয়েছিল ২৫ রোগী, যা এ পর্যন্ত এক মাসের সর্বনিম্ন। আর ওই বছর মার্চে এবং চলতি বছর এপ্রিলে এ ভাইরাসে মৃত্যু হয়েছে পাঁচজনের। মাঝে আর কোনো মাসেই মৃত্যুর সংখ্যা ৮৫ জনের কম ছিল না।