দেশে করোনায় আরও ২০০ জনের মৃত্যু, শনাক্ত ১১৫৭৯

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৫:৩১ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৯ জন। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ধীরে ধীরে আক্রান্তের হার বাড়তে থাকে।

পূর্ববর্তী নিবন্ধতিন ফিফটিতে জিম্বাবুয়ের সংগ্রহ ২৯৮
পরবর্তী নিবন্ধএকাত্তরের বন্ধু সাংবাদিক সায়মন ড্রিং আর নেই