ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে গত ৬ জুন কেন্দ্রের সেমিনার কক্ষে ‘ক্যাপসারিং ফাইন পার্টিকল ফ্রম কোল ফায়ার্ড স্টেশন–এ ক্লিনার এনার্জি প্রোডাকশন স্ট্রাটেজি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ এতে সভাপতিত্ব করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চুয়েটের মেকানিক্যাল বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী এ এস এম সায়েম। কেন্দ্রের সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় সেমিনারে আইইবি, চট্টগ্রাম কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ প্রধান অতিথি ও গাজীপুরের আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক. ড. প্রকৌশলী মো. হামিদুর রহমান বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন, কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (একা. অ্যান্ড এইচআরডি) প্রকৌশলী রাজীব বড়ুয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. প্রকৌশলী এ এস এম. সায়েম বলেন, দেশে জ্বালানির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ ঘাটতি পূরণে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করা আবশ্যক। প্রধান অতিথি প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, জলবায়ু পরিবর্তনে বৈরী প্রভাব মোকাবেলায় প্রয়োজনীয় কলাকৌশল অনুসরণ করে এবং খরচ কম বিধায় দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন বাড়ানো যেতে পারে। পরিবেশ বিপর্যয়ের কারণ যথাযথ নিয়ন্ত্রণ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সকল প্রকৌশলীদের প্রতি তিনি অনুরোধ জানান। তিনি বলেন, রামপাল ও পটুয়াখালীতে স্থাপিত কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে পরিবেশ ক্ষতিকারক ধূলিকণার প্রভাব নেই বললেই চলে।
সভাপতির বক্তব্যে কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম এ রশীদ বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও শিল্পখাত প্রসারে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর কোন বিকল্প নেই। প্রশ্নোত্তর পর্বে প্রকৌশলী কাজী আরশাদুল ইসলাম, প্রকৌশলী আবুল ফজল মোহাম্মদ সাকিব আমান ও প্রকৌশলী মোহাম্মদ আবুল হাশেম প্রমুখ অংশগ্রহণ করেন। কাউন্সিল সদস্য প্রকৌশলী শেখ রাব্বে তৌহিদুল ইসলাম, মূল প্রবন্ধকারের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।