দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত

আজাদী অনলাইন | রবিবার , ১ জানুয়ারি, ২০২৩ at ৩:২৮ অপরাহ্ণ

দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা এক ব্যক্তির শরীরে নতুন এই উপধরন শনাক্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বিএফ-৭ এ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত বাকি তিনজন চীনা নাগরিক সুস্থ আছেন। ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরন নিয়ে ভয়ের কিছু নেই। নতুন এই ধরনে সংক্রমণ যেন না বাড়ে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি। উল্লেখ্য, চীন ও ভারতসহ কয়েকটি দেশে বিএফ-৭ উপধরনের কারণে সংক্রমণের হার বাড়ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে বই উৎসব শুরু
পরবর্তী নিবন্ধকাপাসগোলা স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নে অভিযোগ