দেশে এখন মানবাধিকার ও আইনের শাসনের অভাব

ঈদ উপহার বিতরণকালে ডা. শাহাদাত

| শুক্রবার , ২৯ এপ্রিল, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, মানবাধিকার ও আইনের শাসনের অভাবে দেশে আজ কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আইনের শাসন নেই। যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী বিচারবহির্ভূত কাজ করেও কোনো জবাবদিহিতা নেই। ভোটাধিকার রক্ষার আন্দোলনে রাজপথে আন্দোলন সংগ্রামে যারা নিহত ও আহত এবং নির্যাতিত হয়েছেন, আজ আমরা তাদের পরিবারের চেহারার দিকে তাকাতে পারি না। মানুষের ভোটের অধিকার রক্ষার জন্য কেউ হারিয়েছে তার স্বামীকে, কেউ হারিয়েছে তার বাবাকে, কেউ হারিয়েছে তার পুত্র সন্তানকে। আজ পরিবারগুলো খুব অসহায়ভাবে দিন কাটাচ্ছে। আমরা শুধু তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি। যারা মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ তাআলার দরবারে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আন্দোলনসংগ্রামে নিহত, আহত ও নির্যাতিত পরিবারের মাঝে তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন। মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে নগর স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কামরুল ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফ মেহেদী, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, কোতয়ালী থানা যুবদলের আহ্বায়ক নূর হোসেন নূর, নগর ছাত্রদল নেতা সামিয়াত আমিন জিসান, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মোহাম্মাদ রিমন, সদস্য সচিব সোনা মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরীর সৌন্দর্যবর্ধনে প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান মেয়রের
পরবর্তী নিবন্ধমোস্তফা হাকিম কলেজে পোস্ট অফিস উদ্বোধন